Posts

Showing posts from June, 2020

যশোর ব্যান্ড মিউজিক্যাল অ্যাসোসিয়েশন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন গিটারিস্ট আলামিন।

Image
নিউজ ডেস্ক: গিটারিস্ট আলামিন বাংলা নিউজকে জানান  ,আমি আমার মনের অন্তরস্থল থেকে মনের গভীর থেকে ভালবাসা  ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যশোর ব্যান্ড মিউজিক্যাল অ্যাসোসিয়েশন কে যশোর শাখাকে যশোর শাখার প্রতিটা সদস্যকে আমার পক্ষ থেকে স্পেশেয়ালী ধন্যবাদ এবং কৃতজ্ঞ।বিষেশ করে সুজন কুমার রায়,মোল্লা বাবু ভাই,পলাশ ফারুকী,এবং রানা ভাইয়ের প্রতি যারা সবাই করোনা থেকে শুরু করে যশোর শাখার প্রতিটা শিল্পী কলাকৌশলিকে নিয়মিত সাহায্য করে যাচ্ছে।এই পর্যন্ত আমাকে সহ মোট ৩৭ জন সংগীতঅংগন এর সদস্যকে আর্থিক সাহায্য করেছে এবং এটা চলমান রাখবে বলে জানিয়েছেন যশোর ব্যান্ড মিউজিক্যাল অ্যাসোশিয়ান যশোর শাখা,তিনি আরো বলেন বর্তমানে আমাদের মত অসহায় শিল্পী মিউজিশিয়ান দের মেরুদণ্ড হিসাবে কাজ করছে যশোর ব্যান্ড অ্যাসোশিয়ান।আরো একটি উক্তিতে বলে আমি আলামিন গর্বিতবোধ করছি যশোর ব্যান্ড অ্যাসোশিয়ানেরর সদস্য হয়ে,কারন আমার বিপদের দিনে তারা আমাকে সচ্ছলতার জন্য আর্থিক সহযোগিতা সহ সকল ধরনের সুবিধা দিয়ে আমার সহ অনেকের পাশে রয়েছে।তিনি আরো বলেন আমি চিরঋণি হয়ে থাকবো আজিবন তাদের কাছে,তাদের সাহায্য পেয়ে আমি নিজে সচ্ছলিত হতে পেরেছ

দেশের মহামারীর মাঝে মানব সেবাই এক অতুলনীয় ভুমিকা রাখলেন মনিরামপুরের ছেলে গিটারিস্ট আলামিন।

Image
নিউজ ডেস্ক: জয় হোক মানবতার,জয় হোক গিটারিস্ট আলামিন ভাইয়ের যিনি করোনা থেকে শুরু করে প্রতিনিয়ত অসহায় মানুষের পাশে দাড়িয়েছে খাদ্যদ্রব্য থেকে শুরু করে নগত অর্থ প্রদানে,যিনি এর আগে ও ৫০টা পরিবারে খাদ্য সহয়ায়তা করেছেন,২৫ টা পরিবারকে নগত অর্থ সহায়তা করেছে,বেকার ছেলেদের সাধ্য মত সাহায্য করে যাচ্ছে, জাকাত প্রদান করেছে,অসহায়দের ঔষধ কেনার ডাক্তার দেখানোর সাহায্য সহ খেলাধুলা প্রিয়দের খেলার সামগ্রী প্রদান করে যাচ্ছেন জীবন বাজি রেখে,সত্যি তার সহযোগীতায় এলাকার প্রতিটা মানুষ খুজে পেয়েছে আলাদা ভাল থাকার একটা সস্তি,যিনি গরিব অসহায়দের প্রতিটা দুয়ারে ঘুরে বেড়াচ্ছে নিয়মিত,,মনিরামপুর তার গ্রামের এলাকার প্রতিটা মানুষ যেন বাচার নতুন স্বপ দেখছে,তিনি গত ১১/০৬/২০২০ তারিখে একটি পরিবারের দায়িত্ব তুলে নিলেন গোপালপুর মনিরামপুর যশোরের ছেলে। প্রতিবন্ধি মাহাবুবের নগত অর্থ সহ ১ মাসের খাবার তুলে দিলেন গিটারিস্ট আলামিন ভাই এবং মাহাবুবের পাশে থাকতে চেয়েছেন এবং তার ভাল ট্রিটমেন্ট এর জন্য সাহায্য করবেন।আসলে তিনি এটা প্রমান করে দিলেন যে মানব সেবাই বড় ধর্ম,একজন শিল্পী হিসাবে না একজন মানব সেবাই ও নামবার ওয়ান।যেখ