Posts

পথচারী ও এতিমদের মাঝে মনিরামপুর উপজেলা ছাত্রলীগের ইফতার বিতরন।

Image
সোমবার (১০ই মে) মনিরামপুর উপজেলার ১৬ নং নেহালপুর ইউনিয়ন এর নঈমিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও কালীবাড়ি বাজারে পথচারীদের মাঝে ইফতার বিতরন করেন উপজেলা ছাত্রলীগ নেতা এস এম বাপ্পি হোসাইন এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হুয়ায়ন কবির লিটন ও ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আবুল কালাম আজাদ। ছাত্রলীগ নেতা এস এম বাপ্পি জানান বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার অনুপ্রেরণার যশোর জেলা ছাত্রলীগ এর সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক ভাইয়ের নির্দেশনায় ধারাবাহিক জনকল্যাণমুখী কাজের ৮ম দিনের কর্মসূচি বাস্তবায়ন করেছি।

মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ গ্রেফতার।

Image
ডেস্ক রিপোর্ট:    অব:মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার অভিযোগ দায়ের করা মামলার পরপরই আত্মগোপনে যান ওসি প্রদীপ কুমার দাশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপরে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে কক্সবাজারে নেয়া হচ্ছে।সন্ধ্যার দিকে তাকে আদালতে তোলা হতে পারে। এর আগে বুধবার (৫ আগস্ট) রাতে ওসি প্রদীপ কুমার দাসকে প্রত্যাহার করা হয়। ওইদিন সকালে ওসি প্রদীপ কুমার দাশ ও টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক মো. লিয়াকতসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। পরে নয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গত ৩১ জুলাই দিবাগত রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার -টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান গুলিতে নিহত হন। ঘটনার সময় উপস্থিত ৯ পুলিশ সদস্যকে মামলায় আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে টেকনাফ থানার ওসিকে মামলাটি এফআইআর হিসাবে রুজু এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব-১৫) তদন্তের নির্দেশ দেন। আদালত সূত্র জানা যায়, আদালতের আদেশ মতে দায়ের করা মামলাটি বুধবার রাতেই

মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মীর বৃক্ষরোপন কর্মসূচি পালন।

Image
ক্যাম্পাস প্রতিনিধি:  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দলের প্রত্যেককে তিনটি করে গাছ রোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে ঢাকা কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ ক্যাম্পাস ও দেশের বিভিন্ন অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।   আজ রবিবার (12 জুলাই) দুপুরে ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা  জাহাঙ্গীর আলম যশোর জেলার  মনিরামপুর উপজেলাতে  এ কর্মসূচির আয়োজন করেন। এসময় তিনি সেখানে বনজ ঔষধি ও ফলজ গাছের বেশকিছু চারা রোপণ করেন। গত ১৫ জুন বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কৃষকলীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনটি করে গাছ লাগানো আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কনফারেন্সিংয়ে আওয়ামী লীগসহ এর সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘সারা বাংলাদেশে বৃক্ষরোপণ করতে হবে।  যেখানে যত নেতা-কর্মী আছেন, মূল দল আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে সব সহযোগী সংগঠন; প্রত্যেক সংগঠনের প্রতিটি সদস্য তিনটি করে গাছ লাগাবেন। কে কয়টা গাছ লাগালো এবার সেটাও দেখতে চাই।’একই সঙ্গে দেশবাসীকেও গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শে

যশোর ব্যান্ড মিউজিক্যাল অ্যাসোসিয়েশন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন গিটারিস্ট আলামিন।

Image
নিউজ ডেস্ক: গিটারিস্ট আলামিন বাংলা নিউজকে জানান  ,আমি আমার মনের অন্তরস্থল থেকে মনের গভীর থেকে ভালবাসা  ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যশোর ব্যান্ড মিউজিক্যাল অ্যাসোসিয়েশন কে যশোর শাখাকে যশোর শাখার প্রতিটা সদস্যকে আমার পক্ষ থেকে স্পেশেয়ালী ধন্যবাদ এবং কৃতজ্ঞ।বিষেশ করে সুজন কুমার রায়,মোল্লা বাবু ভাই,পলাশ ফারুকী,এবং রানা ভাইয়ের প্রতি যারা সবাই করোনা থেকে শুরু করে যশোর শাখার প্রতিটা শিল্পী কলাকৌশলিকে নিয়মিত সাহায্য করে যাচ্ছে।এই পর্যন্ত আমাকে সহ মোট ৩৭ জন সংগীতঅংগন এর সদস্যকে আর্থিক সাহায্য করেছে এবং এটা চলমান রাখবে বলে জানিয়েছেন যশোর ব্যান্ড মিউজিক্যাল অ্যাসোশিয়ান যশোর শাখা,তিনি আরো বলেন বর্তমানে আমাদের মত অসহায় শিল্পী মিউজিশিয়ান দের মেরুদণ্ড হিসাবে কাজ করছে যশোর ব্যান্ড অ্যাসোশিয়ান।আরো একটি উক্তিতে বলে আমি আলামিন গর্বিতবোধ করছি যশোর ব্যান্ড অ্যাসোশিয়ানেরর সদস্য হয়ে,কারন আমার বিপদের দিনে তারা আমাকে সচ্ছলতার জন্য আর্থিক সহযোগিতা সহ সকল ধরনের সুবিধা দিয়ে আমার সহ অনেকের পাশে রয়েছে।তিনি আরো বলেন আমি চিরঋণি হয়ে থাকবো আজিবন তাদের কাছে,তাদের সাহায্য পেয়ে আমি নিজে সচ্ছলিত হতে পেরেছ

দেশের মহামারীর মাঝে মানব সেবাই এক অতুলনীয় ভুমিকা রাখলেন মনিরামপুরের ছেলে গিটারিস্ট আলামিন।

Image
নিউজ ডেস্ক: জয় হোক মানবতার,জয় হোক গিটারিস্ট আলামিন ভাইয়ের যিনি করোনা থেকে শুরু করে প্রতিনিয়ত অসহায় মানুষের পাশে দাড়িয়েছে খাদ্যদ্রব্য থেকে শুরু করে নগত অর্থ প্রদানে,যিনি এর আগে ও ৫০টা পরিবারে খাদ্য সহয়ায়তা করেছেন,২৫ টা পরিবারকে নগত অর্থ সহায়তা করেছে,বেকার ছেলেদের সাধ্য মত সাহায্য করে যাচ্ছে, জাকাত প্রদান করেছে,অসহায়দের ঔষধ কেনার ডাক্তার দেখানোর সাহায্য সহ খেলাধুলা প্রিয়দের খেলার সামগ্রী প্রদান করে যাচ্ছেন জীবন বাজি রেখে,সত্যি তার সহযোগীতায় এলাকার প্রতিটা মানুষ খুজে পেয়েছে আলাদা ভাল থাকার একটা সস্তি,যিনি গরিব অসহায়দের প্রতিটা দুয়ারে ঘুরে বেড়াচ্ছে নিয়মিত,,মনিরামপুর তার গ্রামের এলাকার প্রতিটা মানুষ যেন বাচার নতুন স্বপ দেখছে,তিনি গত ১১/০৬/২০২০ তারিখে একটি পরিবারের দায়িত্ব তুলে নিলেন গোপালপুর মনিরামপুর যশোরের ছেলে। প্রতিবন্ধি মাহাবুবের নগত অর্থ সহ ১ মাসের খাবার তুলে দিলেন গিটারিস্ট আলামিন ভাই এবং মাহাবুবের পাশে থাকতে চেয়েছেন এবং তার ভাল ট্রিটমেন্ট এর জন্য সাহায্য করবেন।আসলে তিনি এটা প্রমান করে দিলেন যে মানব সেবাই বড় ধর্ম,একজন শিল্পী হিসাবে না একজন মানব সেবাই ও নামবার ওয়ান।যেখ

ইউনাইটেড হাসপাতালে আগুন ৫ জন করোনা রোগীর মৃত্যু।

Image
নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালের অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন করোনাভাইরাস আক্রান্ত পাঁচ রোগী মারা গেছেন। আজ বুধবার রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, আজ রাত ৯টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১০টা ২৫ মিনিটে। হাসপাতালের ভেতর থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন ওই রোগীরা। হাসপাতালের নিচ তলার এসি বিস্ফোরণে এই আগুন লাগে জানিয়ে কামরুল আহসান আরও জানান, প্রচণ্ড ধোঁয়ায় ওই পাঁচ করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

চমক নিয়ে আসলেন মুশফিকুর রহিম (এম আর ১৫)

Image
নিউজ ডেস্ক: বাংলাদেশের এই ক্রিকেটার জানালেন, শিগগিরই পথচলা শুরু হবে তার স্বপ্নের ‘এমআর ১৫’ ফাউন্ডেশনের। পাশাপাশি তিনি উপহার দিলেন একটি ‘চমক’ও; এই ফাউন্ডেশনের জন্য লোগো ডিজাইন করে সুযোগ থাকছে তার সঙ্গে পাঁচ তারকা হোটেলে ডিনার করার। নিজের ফেসবুক থেকে লাইভে এসে মুশফিক বলেন, এখন এমন একটা সময় যেখানে আপনাদের প্রতিদান দেওয়ার অনেক কিছু আছে। প্রতিদান দেওয়ার জন্য কিছু পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। সেই পদক্ষেপের প্রথমেই আছে আমার স্বপ্নের এমআর ফিফটিন ফাউন্ডেশন তৈরি করা। আপনারা জেনে খুশি হবেন খুব শিগগিরিই আমি এ ফাউন্ডেশন শুরু করবো। নিজের ফাউন্ডেশনের লোগো তৈরির দায়িত্ব ভক্তদের ওপর ছেড়ে দিয়েছেন মুশফিক। জাতীয় দলের এ ক্রিকেটার জানিয়েছেন, ভক্তদের তৈরি করা লোগো থেকে বাছাই করে একটি চূড়ান্ত করা হবে। বিজয়ীকে নিজের অটোগ্রাফ সংবলিত একটি জার্সি উপহার দেবেন। এছাড়া শীর্ষ পাঁচ ডিজাইনারদের নিয়ে রাজধানীর একটি হোটেলে ডিনারের আয়োজন করবেন।