মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মীর বৃক্ষরোপন কর্মসূচি পালন।

ক্যাম্পাস প্রতিনিধি: 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দলের প্রত্যেককে তিনটি করে গাছ রোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে ঢাকা কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ ক্যাম্পাস ও দেশের বিভিন্ন অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। 

 আজ রবিবার (12 জুলাই) দুপুরে ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা  জাহাঙ্গীর আলম যশোর জেলার  মনিরামপুর উপজেলাতে  এ কর্মসূচির আয়োজন করেন। এসময় তিনি সেখানে বনজ ঔষধি ও ফলজ গাছের বেশকিছু চারা রোপণ করেন।

গত ১৫ জুন বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কৃষকলীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনটি করে গাছ লাগানো আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কনফারেন্সিংয়ে আওয়ামী লীগসহ এর সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘সারা বাংলাদেশে বৃক্ষরোপণ করতে হবে। 

যেখানে যত নেতা-কর্মী আছেন, মূল দল আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে সব সহযোগী সংগঠন; প্রত্যেক সংগঠনের প্রতিটি সদস্য তিনটি করে গাছ লাগাবেন। কে কয়টা গাছ লাগালো এবার সেটাও দেখতে চাই।’একই সঙ্গে দেশবাসীকেও গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

Popular posts from this blog

যশোর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল এর সোনা চোরাচালানের গোপন তথ্য ফাঁস

দেশের মহামারীর মাঝে মানব সেবাই এক অতুলনীয় ভুমিকা রাখলেন মনিরামপুরের ছেলে গিটারিস্ট আলামিন।

লেখক_ভট্টাচার্যের নির্দেশনায় এম.এম বাপ্পীর নেতৃত্বে মনিরামপুরে অসহায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ।